About Us
নিয়মিত হাদিস, আল কুরআনের আয়াত, শিক্ষামূলক ইসলামিক লেখকদের আর্টিকেল, বিষয়ভিত্তিক হাদিস প্রচার এবং জ্ঞান অর্জনের জন্য আওয়ার ইসলাম বিডি নিয়মিত সর্ব সাধারনের জন্য পোষ্ট করে থাকে।
আওয়ার ইসলাম বিডি একটি একক (আল্লাহর মালিকানাধীন) ব্যক্তিগত পরিচালনা ভিত্তিক একটি সাইট। এই সাইটের মূল উদ্দেশ্য শুধু ইসলামের সঠিক মেসেজ প্রচার করা। আমাদের সাইটে আমরা সর্বদা বিশুদ্ধ ইসলামিক পোষ্ট করতে চেষ্টা করে থাকি। ইসলামে জঙ্গিবাদের ঠাই নেই। পবিত্র কুরআনে আল্লাহ সুবাহানহু ওয়া তা'আলা বলেন,
"পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।" (সূরা মায়েদাহ, আয়াত ৩২)
"আওয়ার ইসলাম বিডি" সাইটের সাথে কোন জঙ্গিবাদের বা কোন উস্কানিমূলক সংগঠনের সম্পর্ক নেই। আওয়ার ইসলাম বিডি মূলতঃ পরিচালনা হয়, প্রত্যেক মানুষের কাছে সুষ্ঠ তাওহিদের জ্ঞান ও পরিমার্জিত আক্বিদা অর্জনের জন্য। সুতরাং আওয়ার ইসলাম বিডি'র দ্বারা আল্লাহর বানী প্রচার করা হচ্ছে একজন মুসলিম হিসেবে এই সাইট দ্বারা।
আওয়ার ইসলাম বিডি'র কোন পোষ্ট, আর্টিকেল, ডিজাইন-এ কোন ভুল থেকে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। প্রত্যেক মানুষের উপর সঠিক ইলম অর্জন ফরয এবং রাসূল সাঃ হাদিস দ্বারা প্রমানিত যা দাওয়াতি কাজকে উদ্বুদ্ধ করে।
_______________
সুতরাং নিয়মিত আমাদের সাইটের পোষ্ট পড়ুন, জানুন। মানুন এবং শিখুন !
আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা আমাদের সঠিক জ্ঞান দান করুন । (আমীণ) !
জাজাকাল্লাহু খাইরান !
OURISLAMBD - আওয়ার ইসলাম বিডি